আমরা পূর্বের কয়েকটি আলোচনায় জেনেছি মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পারসেন্টেন্স, রেজাল্ট সিট, সেলারি সিট, ইলেকট্রিক বিল ও কমিশন সিট ইত্যাদি তৈরি করতে হয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে মাইক্রোসফট এক্সেল এ কিভাবে মুজুরি সিট তৈরি করতে হয়।
মুজুরি সিটঃ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল এ কিভাবে মুজুরি সিট তৈরি করতে হয়। আসুন জেনে নেই মাইক্রোসফট এক্সেল এ কিভাবে মুজুরি সিট তৈরি করতে হয় বা তৈরি করার নিয়ম গুলো কি কি ?
এখানে এই মুজুরি সিটটি তৈরি করা হয়েছে সকল কর্মচারির একটি নির্দিষ্ঠ বেতন ও অভার টাইম এর উপরে ভিত্তি করে এই প্রজেক্ট তৈরি করা হয়েছে। যেমন ধরা হলো এক জন কর্মচারির বেতন ৯০০০ হাজার টাকা। ধরি টার ডিউটি দিতে হবে ৮ অথবা ৯ ঘন্টা। যদি সিই প্রতিষ্ঠানের অভর টাইম থাকে তা হলে কর্মচারিরা যদি অভার টাইম কাজ করে। তার উপর একটি বেতন আসবে এই অভার টাইম এর মূল্য হতে পারে ৫০ টাকা প্রতি ঘন্টা।
নিচে মুজুরি সিট (২) এর প্রাথমিক বিষয় যেমনঃ Name, Salary, Working Hour, Over Time, Over Time Taka, Total Taka নিয়ে একটি টেবিল তৈরি করা হল।
A | B | C | D | E | F | G | |
1 | No | Name | Salary | Working Hour | Over Time | Over Time Taka | Total Taka |
2 | 1 | Shough | 9000 | 8 | 0 | 0 | 9000 |
3 | 2 | Rana | 8000 | 10 | 2 | 100 | 8100 |
4 | 3 | Showrab | 7000 | 15 | 7 | 350 | 7350 |
5 | 4 | Rime | 6000 | 12 | 4 | 200 | 6200 |
6 | 5 | Sumon | 5000 | 11 | 3 | 150 | 5150 |
7 | 6 | Shaiful | 4000 | 13 | 5 | 250 | 4250 |
প্রথমে অভার টাইম টাকা বের করতে হবে। কে কত ঘন্টা কাজ করলো তার উপরে। কিন্তু আমাদের মাথাই রাখতে হবে কাজের নির্দিষ্ঠ সময় আছে, সেটা বাদ দিতে হবে অভার টাইম বের করতে হলে।
Over Time বের হবে Working Hour এর উপরে ভিত্তি করে বের হবে।
অভার টাইম বের করার ক্ষেত্রে সূত্র সমূহঃ
যেমনঃ E9 Cell এ Mouse Pointerরেখে =(D2-8)
Over time taka বের হবে Over time এর উপরে ভিত্তি করে বের হবে।
অভার টাইম টাকা বের করার ক্ষেত্রে সূত্র সমূহঃ
যেমনঃ F9 Cell এ Mouse Pointer রেখে =(E2*50)
Total Taka বের হবে Sallary ও Over Time Taka এর উপরে ভিত্তি করে বের হবে।
Total Taka বের করার ক্ষেত্রে সূত্র সমূহঃ
যেমনঃ G2 Cell এ Mouse Pointer রেখে =( C2+F2)
মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বিস্তারিত রেজাল্ট সিট সেলারি সিট ইলেকট্রিক বিল কমিশন সিট
ওয়ার্ড প্রসেসরে আমার কাজ , ফাইল মেনু , হোম মেনু , ইনসার্ট মেনু , পেজ লেআউট।