আমরা পূর্বের কয়েকটি আলোচনায় জেনেছি মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পারসেন্টেন্স, রেজাল্ট সিট, সেলারি সিট, ইলেকট্রিক বিল তৈরি করতে হয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে মাইক্রোসফট এক্সেল এ কমিশন সিট বা রিপোট তৈরি করতে হয়।
কমিশন সিটঃ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল এ কিভাবে কমিশন সিট তৈরি করতে হয়। আসুন জেনে নেই মাইক্রোসফট এক্সেল এ কিভাবে কমিশন সিট তৈরি করতে হয় বা তৈরি করার নিয়ম গুলো কি কি ?
ধরা নেওয়া যাক কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তৈরী পণ্য বিক্রয় করার জন্য কয়েকজন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করলো। প্রতিনিধিদের মাসিক বেতন এভাবে ধার্য করা হলো যে, মোট বিক্রয়ের পরিমান যদি ১০,০০০ টাকার কম হয় তাহলে বিক্রয়ের শতকরা ২% বেতন পাবে, আবার বিক্রয় যদি ২০,০০০ টাকার কম হয় তাহলে বিক্রয়ের শতকরা ৩% বেতন পাবে। আবার বিক্রয় যদি ৪০,০০০ টাকার কম হয় তাহলে বিক্রয়ের শতকরা ৪% বেতন পাবে। আবার বিক্রয় যদি ১০০,০০০ টাকার কম হয় তাহলে বিক্রয়ের শতকরা ৫% বেতন পাবে। আবার বিক্রয় যদি ১৫০,০০০ টাকার কম হয় তাহলে বিক্রয়ের শতকরা ৭% বেতন পাবে। আবার বিক্রয় যদি ১৫০,০০০ টাকার বেশি হয় তাহলে বিক্রয়ের শতকরা ১০% বেতন পাবে।
নিচে কমিশন সিট এর প্রাথমিক বিষয় যেমনঃ Name, Address, Post, Sell Taka, Commision Taka নিয়ে একটি টেবিল তৈরি করা হল।
A | B | C | D | E | F | |
1 | No | Name | Address | Post | Seall Taka | CommistionTaka |
2 | 1 | Shough | Dhaka | Gm | 10000 | 200 |
3 | 2 | Rana | Dhaka | Md | 20000 | 600 |
4 | 3 | Showrab | Dhaka | Sr | 40000 | 1600 |
5 | 4 | Rime | Dhaka | Ps | 100000 | 5000 |
6 | 5 | Sumon | Dhaka | Sg | 150000 | 10500 |
7 | 6 | Shaiful | Dhaka | Ma | 600000 | 60000 |
8 | 7 | Tota | Dhaka | A,Gm | 80000 | 4000 |
9 | 8 | Rony | Dhaka | A.Md | 50000 | 2500 |
10 | 9 | Rety | Dhaka | Ac | 140000 | 9800 |
এখানে সুত্রটা হলো যে কর্মচারি কত টাকার মালামাল / পন্য বিক্রয় করেছে তার উপরে ভিত্তি করে বেতন পাবে।
Commision (Total) Taka বের হবে Seall Taka এর উপরে ভিত্তি করে বের হবে।
Commision (Total) Taka বের করার ক্ষেত্রে সুত্র সমূহ।
যেমনঃ F2 Cell এ Mouse Pointer রেখে
=IF(E2<=10000,E2*2%,IF(E2<=20000,E2*3%,IF(E2<=40000,
E2*4%,IF(E2<=100000,E2*5%,IF(E2<=150000,E2*7%,
IF(E2>150000,E2*10%))))))
উক্ত সূত্রটি প্রয়োগ করা হয়ে গেলে Enter Press করুন। এই সূত্র লিখলে ফলাফল বের হয়ে যাবে।
মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বিস্তারিত রেজাল্ট সিট সেলারি সিট ইলেকট্রিক বিল
ওয়ার্ড প্রসেসরে আমার কাজ , ফাইল মেনু , হোম মেনু , ইনসার্ট মেনু , পেজ লেআউট।